দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুন ২০১৫: গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রখ্যাত দার্শনিক,শিক্ষাবিদ, জ্ঞানতাপস এবং উদীচীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সরদার ফজলুল করিমকে স্মরণ করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সরদার ফজলুল করিম-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শনিবার বিকাল চারটায় উদীচী কেন্দ্রীয় কার্যালয় (১৪/২, তোপখানা রোড- জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) এ আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদের গ্রন্থাগার ও পাঠচক্র বিভাগ।উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি কাজী নিবাস দে-এর সভাপতিত্বে এতে সরদার ফজলুল করিম-এর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার। এছাড়াও, এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদের অন্যান্য নেতা-কর্মীরাও এতে অংশ নেন।