27-06-15-press

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুন ২০১৫: গত ২৬/০৬/১৫ তারিখ শুক্রবার ২২.৩০ ঘটিকায় ঢাকা মহানগর দারুস সালাম থানাধীন খাজা সুপার মার্কেট এলাকা হতে একটি বিদেশী রিভলবারসহ ১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ আবুল কালাম। এ সময় তার হেফাজত হতে ০১টি বিদেশী রিভলবার এবং ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম অস্ত্র ব্যবসার সাথে জড়িত এবং সে দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগর এলাকায় অস্ত্র ভাড়া দেওয়াসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ডিসি ডিবি (পূর্ব) মোঃ মাহবুব আলম পিপিএম এর নির্দেশনায়, এডিসি ডিবি (পূর্ব) এ এইচ এম আব্দুর রকিব পিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।