দৈনিকবার্তা-হ্যানয়, ২৭ জুন ২০১৫: ভিয়েতনামের বিশিষ্ট ভিন্নমতাবলম্বী আইনজীবী লি কুওক কুয়ানকে মুক্তি দেয়া হয়েছে। কর ফাঁকির মামলায় তিনি আড়াই বছর জেল খাটেন। মুক্তি পেয়ে কুয়ান তার চীন বিরোধী কর্মকান্ড অব্যাহত রাখার অঙ্গীকার করেন। শনিবার কুয়াং নাম প্রদেশের কারাগার থেকে কোয়ানকে মুক্তি দেয়া হয়। ছাড়া পাওয়ার পরপরই পরিবার ও সমর্থকরা তার সঙ্গে সাক্ষাত করেন।
৪৩ বছর বয়সী এ আইনজীবী কারাগারে পাঁচ দফা অনশন করেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, বেইজিং বিরোধী কর্মকান্ড অব্যাহত রাখার পরিকল্পনা তার রয়েছে। এদিকে এর আগে ২০১৩ সালে কেয়ানকে কারাদন্ড দেয়ার পর তার তীব্র নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন তাকে মুক্তি দিতে বার বার হ্যানয়ের প্রতি আহ্বান জানায়।