দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুন ২০১৫ : বাংলোদেশের সঙ্গে টানা দুই ম্যাচ হারার পর মিডিয়াতে খবর প্রকাশ হয়, ভারতীয় ড্রেসিং রুমে নাকি ক্রন্দল চলছে। ভারতের ড্রেসিং রুম নাকি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক দলের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি। এবং আরেক দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। কিন্তু মিডিয়ার এ খবরের কোনো ভিত্তি নেই বলে মনে করছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি মনে করছেন, ভারতের ড্রেসিং রুমের আবহাওয়া আগের মতোই আছে।
কলকাতা মহারাজ বলেন,‘ ভারত সিরিজ হেরেছে। এটা দারুণ হতাশার। কিন্তু যেটা রটেছে সেটা ঠিক নয়। ভারতীয় ড্রেসিং রুমে ফাঁটল ধরেনি। পরিবেশটা আগের মতোই আছে। আসলে বাংলাদেশ এই সময়ে অসাধারণ ক্রিকেট খেলছে। এজন্য তাদের সাধুবাদ জানাতে হয়।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়।