দৈনিকবার্তা-বগুড়া, ২৭ জুন: পরিবহন শ্রমিকদের মারপিটে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ ৫ নেতা কর্মী আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারী আজিজুল হক কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ বটতলায় আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মন্টির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি সনত কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি বিশ্বজিত কুমার সাহা, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আতিকুর রহমান, মিলন, সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মোটর শ্রমিকরা কোন কারন ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে। এতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ ৫ নেতা কর্মী আহত হয়। বক্তারা অবিলম্বে মোটর শ্রমিক নামধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। আগামী ৩৬ ঘন্টার মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।