lutpat

দৈনিকবার্তা-বগুড়া, ২৭ জুন: শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনদুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা করে নগদ টাকা সহ মালামাল লুটপাট করার অভিযোগ। আহত-২ জানাযায়, শনিবার সকাল সোয়া ১১টার দিকে শেরপুর শেরপুর সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে হাসান বন্ত্রালয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় শেরপুর বারদুয়ারী পাড়ার জনৈক-জাহিদুল ইসলাম ওরফে বন্টু (৩২) সাইফুল ইসলাম লেলিন (৩০) এবং বিজয় হোসেন (২৫) সহ ৬/৭জন যুবক।

এঘটনায় হাসান বস্ত্রালয়ের মালিক বারদুয়ারী পাড়ার কাপড় ব্যবসায়ী মৃত.মোসলেম উদ্দিন শেখ এর পুত্র মো. লুৎফর রহমান (৪০) ও তার ভাই মো.গোলাম হোসেনের দোকান মামুন ট্রেডার্স-এ হামলা চালানো হয়। হামলাকারীরা দোকান ক্ষতিগ্রস্থ করে বেশ কয়েক লাখ টাকার মালামাল এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত লুৎফরের বড় ভাই শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো.মতিয়ার রহমান মতি জানায়, আমার ভাইদের সাথে সন্ত্রাসীদের কোন বিরোধ নাই। তবে শেরপুর সাব-রেজিষ্ট্রি অফিস মোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য পদে আবেদন করে সাধারণ সদস্য পদ না পাওয়ায় এই হামলা হতে পারে।

এছাড়াও শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের প্রধান সড়ক রেজিস্ট্রি অফিসের ওই রাস্তাটি অত্যন্ত খারাপ হওয়ায় গত শুক্রবার সকালে পৌর কাউন্সিলর বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহম্মেদ জুয়েলকে ডেকে রাস্তার বেহাল অবস্থা দেখানোর জন্যই তারা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে এই হামলা করেছে। এঘটনার পর গতকাল দুপুরে শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা মাথায় আহত লুৎফরের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় শজিমেক কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

শেরপুর বারদুয়ারী পাড়া ব্যবসায়ী সমিতির রেজিঃ নং-(রাজ)১২৯৩ এর সভাপতি মো.আব্দুর রউফ সন্টু এবং সাধারণ সম্পাদক শেখর কুমার কুন্ডু লুদু জানায়, প্রতিবছর একবার নতুন সদস্য ভর্তি করা হয়। এবছর সমিতির সাধারণ সদস্য পদ পাবার জন্য মোট ৩১জন ব্যবসায়ী আবেদন করে। তার মধ্যে বাছাঁই করে গত শুক্রবার ২৭জুনের নির্বাহী কমিটির ১১সদস্যের সভায় ২১জনকে নতুন সদস্য পদ দেয়ার সিদ্ধান্ত হয়। বাঁকি ১০জনের মাঝে ওই ৩জন সন্ত্রাসী আছে। তারা সদস্য পদ না পাওয়ায় এই হামলা চালাতে পারে।