Rajshahi Bagha Road News 27-6-15

দৈনিকবার্তা-রাজশাহী, ২৭ জুন:  প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ৫ দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে চলাচলকারী শিক্ষার্থীসহ কয়েক হাজার হাজার মানুষ দূর্ভোগে পড়েছে। দুর্ভোগ এড়াতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
বাঘা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের পাশে, হাইস্কুল গেটের সামনে, পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা, সবজিহাট এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এগুলো স্থায়ী সমাধানের জন্য জোর দাবি জানান তিনি। উপজেলার গোচর গ্রামের রফিকুল ইসলাম জানান, আমার ছেলে আড়ানী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জয় হোসেন। বাড়িতে পবেশ পথ একটি। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে পড়ে যায়। ফলে শনিবার কোচিং ক্লাস না করে বাড়ি ফিরে যায়। বই খাতাও পানির মধ্যে পড়ে ভিজে যায়।

বিদ্যালয়ের একই শ্রেণির শিক্ষার্থী রুহান হোসেন ও ময়নুল ইসলাম জানায়, প্রতিনিয়ত বাড়ির পবেশ পথের রাস্তা দিয়ে আসতে হয়। আর কোন বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে এ রাস্তা দিয়ে পানির মধ্য দিয়ে আসতে হচ্ছে। স্লিপ করে পড়ে জামা-কাপড় নষ্ট হয়েছে বেশ কয়েকবার। সবজি ব্যবসায়ী এনামুল হক চেরু জানান, কোন উপায় নেই, ব্যবসা যেহেতু করি প্রতিষ্ঠানে যেতে হবে। স্যান্ডেল হাতে ও লুঙ্গি হাটুর উপরে তুলে রাস্তা পার হয়ে কর্মস্থলে যেতে হচ্ছে। এ ছাড়া বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার শুকনো কোন পথ নেই। জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র বলেন, পানি নিঙ্কাশনের স্থায়ী সমাধান করা হবে। র্বর্তমানে যারা জলাবদ্ধতার মধ্যে আছে, তারা আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা হবে।