tunisia-prime-minister_285273
দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুন ২০১৫: 
তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এজিদ বলেছেন, দেশে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে প্রায় ৮০টি মসজিদ বন্ধ করে দেয়া হবে। তিউনিশিয়ার একটি সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী একটি হোটেলে হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর শনিবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।তিনি বলেন, এসব মসজিদ দেশে বিষ ছড়াচ্ছে এবং এগুলো আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দেয়া হবে। মসজিদগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রনের বাইরে।তিউনিসে এক সংবাদ সম্মেলনে এজিদ বলেন, কিছু মসজিদ দেশে সন্ত্রাসবাদ উস্কে দিতে প্রচারণা ও বিষ ছড়ানো অব্যাহত রেখেছে।তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে এসব মসজিদ বন্ধ করে দেয়া হবে।এসময় এজিদ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত গ্র“পের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।শুক্রবার তিউনিশিয়ার অবকাশ যাপন শহর সুসেতে পর্যটকদের ওপর এক বন্দুকধারী বেপরোয়া গুলিবর্ষণ করে।আইএস গ্র“প এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতদের মধ্যে তিউনিশিয়া, ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স ও আয়ারল্যান্ডের নাগরিক রয়েছে।