Gournadi Photo 27-06-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৭ জুন ২০১৫: সরকার কতৃক সমবায় সমিতির উপর ১৫% আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবীতে গতকাল শনিবার সকালে গৌরনদী ক্লাষ্টার পরিষদ আয়োজিত মানববন্ধন করে সমবায়ীরা ।গৌরনদী বাসষ্ঠ্যান্ডে ঢাকা-বরিশাল মহাসরকে তুমূল বর্ষা উপেক্ষা করে সমবায়ীরা মানব বন্ধনে অংশ গ্রহণ করে । মানব বন্ধনে বক্তব্য রাখেন কালব”র অর্ন্তভূক্ত ক্লাষ্টার পরিষদ বরিশাল জেলার সহ-সভাপতি মোঃ শাহে আলম হাওলাদার ,সম্পাদক মোঃ রিয়াদ হোসেন স্বপন,সদস্য শাহানাজ পারভীন,নিখিল সমদ্দার,কালব উপজেলা ম্যানেজার মোঃ সামীম আহ্সান সহ গৌরদী উপজেলার বিভিন্ন কো-অপারেটিব ক্রেডিট ইউনিয়ন সমবায় সমিতির সদস্য বৃন্দ।