দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৭ জুন ২০১৫: টানা ভাড়ি বর্ষণে ধ্বসে পড়েছে জেলার গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার জনগুরুত্বপূর্ণ একটি কাঁচা রাস্তা। ফলে ওই এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদের মুসুল্লীসহ শত শত বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, গেরাকুল মহল্লার ঐতিহ্যবাহী মিঞাবাড়ি জামে মসজিদ থেকে বেপারী বাড়ি পর্যন্ত জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাটি দিয়ে প্রতিদিন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুলের কোমলমতি শিক্ষার্থী, কলেজের ছাত্র-ছাত্রী, হাসপাতালের রোগী, জামে মসজিদের মুসুল্লীসহ শত শত মানুষ যাতায়াত করে থাকে। ভুক্তভোগীরা জনগুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পাকা করনের জন্য দীর্ঘদিন থেকে স্থানীয় পৌর কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। অবশেষে গত কয়েকদিনের টানা বর্ষণে শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এ রাস্তাটির তিনটি স্থান ধ্বসে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয় মুসুল্লী মো. আনোয়ার সরদার আক্ষেপ করে বলেন, পবিত্র রমজান মাসে একমাত্র ওই রাস্তাটি দিয়েই মিঞাবাড়ি জামে মসজিদে গিয়ে আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলের জন্য একমাত্র কর্দমক্ত রাস্তাটি ধ্বসে পড়ায় এখন চরম দুর্ভোগ বেড়ে গেছে। সূত্রে আরও জানা গেছে, জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি ইতোমধ্যে একাধিকবার পাকা করণের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হলেও রহস্যজনক কারনে তা আলোর মুখ দেখেনি। ভূক্তভোগীরা জরুরি ভিত্তিতে পাইলিংয়ের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করনের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
গৌরনদীতে বর্ষণে কাঁচা রাস্তা ধ্বসে পড়ায় চরম দুর্ভোগ
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বাজারে এলো ‘অপো রেনো১৩ ৫জি স্মার্টফোন
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটি সম্পূর্ণ ‘ওয়াটার প্রুফ’ বা পানিরোধী স্মার্টফোন। এই মোবাইলে রয়েছে- ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯...
১৩০০ কোটি টাকার সৌদি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ “শপআপ”
বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস ও সার্ভিস প্ল্যাটফর্ম সারি জোট বেধে গঠন করলো সিল্ক গ্রুপ। এর ফলে...
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল)।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা...
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের...