yaba

দৈনিকবার্তা-রাজশাহী, ২৭ জুন ২০১৫: রাজশাহী মহানগরীর হড়্গ্রাম এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে সাদা পোষাকে র‌্যাব-৫ অভিযান চালিয়ে ৪৫৮পিস ইয়ারা সহ আনোয়ার হোসেন নামে এক ইয়াবা ব্যাবসায়িকে গ্রেফতার করেছে। আজ সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হড়গ্রাম ক্যাম্পের সাদা পোশাকের র‌্যারের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন গুড়িপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এরূপ সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা একটি অভিযান পরিচালনা করে।অভিযানে তারা এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট-৪৫৮ পিস, মোবাইল সেট-০২ টি এবং নগদ-৮৪০০/- (আট হাজার চারশত) টাকা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় । উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।