argentina3

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ জুন ২০১৫: কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে নাটকীয়ভাবে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা পৌঁছে গিয়েছে। চিলির ভিনা দেল মারে বাংলাদেশ সময় শনিবার ভোরে তৃতীয় কোয়ার্টার ফাইনালের এ খেলা অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য অবস্থায় থাকে।নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য। জয়-পরাজয় নির্ধারণে খেলাটি শেষে টাইব্রেকারে গড়ায়। এতে উভয় দলের খেলোয়াড়েরা ৭টি করে শট নেন। ৫-৪ গোলে জয় পায় ১৪ বারের চ্যাম্পিয়নরা।টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন মেসি, গ্যারে, বানেগা, লাভেজ্জি ও তেভেস।কলম্বিয়ার পক্ষে গোল করেছেন রদ্রিগেজ, ফ্যালকাও, কুয়াদরাদো ও কারদোনা।টাইব্রেকারে কলম্বিয়ার প্রথম তিন শটে হামেস রদ্রিগেস, রাদামেল ফালকাও ও হুয়ান কুয়াদরাদো লক্ষ্যভেদ করেন। আর্জেন্টিনার অধিনায়ক মেসি, এসেকিয়েল গারায়, এভার বানেগাও প্রথম তিন শটে বল জালে পাঠান।

কলম্বিয়ার চতুর্থ শটে ক্রসবারের অনেক ওপর দিয়ে বল মেরে দেন লুইস মুরিয়েল। তবে পরের শটে এসেকিয়েল লাভেস্সি লক্ষ্যভেদ করলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।পঞ্চম শটে এদউইন কারদোনা গোল পাওয়ায় আশা টিকে ছিল কলম্বিয়ার। পরের শটে লুকাস বিলিয়া গোল পেলেই জিতে যেত আর্জেন্টিনা। কিন্তু তিনি ডান পোস্টের বাইরে দিয়ে শট নেওয়ায় ৪-৪ গোলে সমতায় থাকা টাইব্রেকার গড়ায় সাডেন ডেথে।নাটকীয় এই খেলায় সাডেন ডেথে কলম্বিয়ার হুয়ান সুনিগার শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। আবার সুযোগ আসে আর্জেন্টিনার সামনে; কিন্তু মার্কোস রোহোর শট গিয়ে লাগে ক্রসবারে!কলম্বিয়ার জেইসন মুরিয়ো পরের শট মেরে দেন ক্রসবারের ওপর দিয়ে। পেনাল্টি শুটআউটে জেতার তৃতীয় সুযোগটি আর নষ্ট করেনি টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়নরা। কার্লোস তেভেস লক্ষ্যভেদ করলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনার খেলোয়াড় আর সমর্থকরা।চিলির ভিনা দেল মারে বাংলাদেশ সময় শনিবার ভোরে খেলাটি হয়। সেমি-ফাইনালে ১৯৯৩ সালে শেষবার কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা খেলবে ব্রাজিল ও প্যারাগুয়ের বিজয়ী দলের বিপক্ষে।