দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে আরো দুটি মেডিকেল কলেজ ঢাকার মুগদা ও হবিগঞ্জে এমবিবিএস শিক্ষা কার্যক্রম শুরু হবে।বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, দেশে উন্নত ও কার্যকর চিকিৎসা শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে সরকার কার্যকর ও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
নাসিম বলেন, ইতিমধ্যে মেডিকেল বিশ্ববিদ্যালয় দু’টি স্থাপন সংক্রান্ত প্রস্তাবের খসড়া আইন মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্নাতক পর্যায়ে মেডিকেল শিক্ষা প্রসারের জন্য বর্তমানে দেশে সরকারি ২৯টি মেডিকেল কলেজ রয়েছে। চিকিৎসা শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সরকার বেসরকারি খাতকেও উৎসাহিত করছে। বেসরকারি পর্যায়ে সরকার এ অবধি ৬৬টি মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি প্রদান করেছে, যার মাধ্যমে চিকিৎসা শিক্ষার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি আর্মি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, স্নাতক পর্যায়ে দন্তচিকিৎসা শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা ডেন্টাল কলেজের পাশাপাশি পুরাতন ৮টি সরকারি মেডিকেল কলেজে ৮টি ডেন্টাল ইউনিট স্থাপন করা হয়েছে। বেসরকারি পর্যায়ে বর্তমানে ১৪টি ডেন্টাল কলেজে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।নাসিম বলেন, ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা তথা চিকিৎসা সেবার ক্ষেত্রে সহায়ক তৈরির মাধ্যমে সরকারি পর্যায়ে ৮টি ম্যাটস ও ৮টি আইএইচটি চালু রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফিজিক্যাল ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট শীর্ষক অপারেশনাল প্লানে ১০টি নতুন ম্যাটস ও ১০টি নতুন আইএইচটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে ১৫৪টি ম্যাটস এবং ৯৩টি আইএইচটি রয়েছে।