25-06-15-Jahanara Imam 21 Death Anniversary-1

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুন: ২৬জুন শুক্রবার শহীদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী। তাঁর নেতৃত্বেই তেইশ বছর আগে ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী-সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণের দাবিতে নাগরিক আন্দোলন সূচিত হয়েছিল। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে আজ তা বিজয়ের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।তিনি ১৯৯২ সালের ১৯ জানুয়ারি মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক- পেশাজীবী, ছাত্র-নারী-মুক্তিযোদ্ধা সংগঠনের সমন্বয়ে গঠন করেন ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি।’ এই কমিটির উদ্যোগেই ১৯৯২ সালের ২৬ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণ-আদালতে গোলাম আযমের প্রতীকী বিচার হয়৷

মাত্র আড়াই বছর এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন লেখক ও সমাজকর্মী শহীদ জননী জাহানারা ইমাম। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪-এর ২৬ জুন তিনি মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের চেতনার যে মশাল তিনি জাতির হাতে তুলে দিয়েছিলেন তারই আলোকে আজ বাংলাদেশে য্দ্ধুাপরাধীদের বিচার হচ্ছে। তরুণ প্রজন্ম তারই ঝান্ডা বহন করে এগিয়ে চলেছে মুক্তিযুদ্ধের কাক্সিক্ষত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয়ে।

শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতোই একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জাহানারা ইমাম স্মারক বক্তৃতা, আলোচনা সভা এবং জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।বাংলাদেশ জাতীয় সংসদ-এর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল সকাল ১০টায় ধানমন্ডির ডব্লিউ ভিএ মিলনায়তনে আয়োজিত জাহানারা ইমাম স্মারক বক্তৃতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন (১৯৬১-১৯৭১) শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতশিল্পী এবং ‘ছায়ানট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপিকা সন্জীদা খাতুন ।

যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছরের মতো এ বছরও বরেণ্য ব্যক্তিত্ব ও সংগঠনকে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে। এ বছর ব্যক্তি হিসেবে অধ্যাপক অজয় রায়কে এবং সংগঠন হিসেবে ‘ছায়ানট’-কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হবে।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখবেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক কামাল লোহানী, ‘হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিয-এর সভাপতি অধ্যাপক অজয় রায় ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’র সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন।এর আগে কমিটির পক্ষ থেকে সকাল সাড়ে ৭টায় মিরপুরে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।