17.+Gujrat

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুন: বিরামহীন বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসের কারণে জনসাধারণকে উঁচু জায়গায় আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে ভারতের গুজরাট রাজ্যের কর্তৃপক্ষ। ব্যাপক বৃষ্টিপাতে রাজ্যের সৌরাষ্ট্র এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাজনিত বিভিন্ন ঘটনায় এলাকাটিতে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যৃ হয়েছে। ঘরবাড়ি ধসেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাটির প্রায় এক হাজার মানুষ উঁচু জায়গায় আশ্রয় নেয়ার উদ্দেশে ঘরবাড়ি ছেড়েছেন। দুর্গত এলাকা থেকে প্রায় একই সংখ্যক মানুষকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। বর্ষাকালে বন্যা ভারতে স্বাভাবিক বিষয় হলেও গুজরাটের এবারের বর্ষাকালের তীব্রতায় অনেকেই বিস্মিত হয়েছেন বলে রাজ্যটির প্রধান শহর আহমেদাবাদ থেকে জানিয়েছেন বিবিসি প্রতিনিধি।

gujratবৃষ্টিতে জুনাগড়ের গির বনাঞ্চলেও বন্যা দেখা দিয়েছে। বনটি বর্তমানে এশীয় সিংহের এক মাত্র বাসস্থান। বৃষ্টি ও বন্যার প্র্রকোপে সিংহরা বন ছেড়ে বেড়িয়ে আসছে বলে জানা গেছে। সৌরাষ্ট্রের একটি মহাসড়কে বন্যায় আটকে পড়া একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া নিচু গ্রামীণ এলাকায় আটকা পড়া অনেক মানুষকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে। ভারতের বার্ষিক বৃষ্টিপাতের ৮০ শতাংশ জুন থেকে সেপ্টেম্বরে বর্ষা ঋতুতে হয়ে থাকে।