দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুন: জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এনডিসি, পিএসসি নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন৷বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া৷
আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷বিদায়ী সেনাপ্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করেন এবং মুক্তিযুদ্ধে শহীদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান৷ পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়৷আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর ঐতিহ্য অনুসারে মোটরযানে করে জেনারেল ইকবাল করিম ভূইয়াকে বিদায় জানানো হয়৷পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নতুন সেনাপ্রধানকে জেনারেলের র্যাংক ব্যাজ পরিয়ে দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
প্রধানমন্ত্রী নতুন সেনা প্রধানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সমগ্র দেশবাসীর গর্ব৷ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে৷সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে আমাদের সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে৷তিনি বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি৷ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়৷ মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করেই সশস্ত্রবাহিনী সামনের দিকে এগিয়ে যাবে৷নবনিযুক্ত সেনা প্রধান বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ী সরকার এবং সংবিধানের দিকে অবিচল আস্থা রেখে সেনাবাহিনী দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাবে৷এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও সশস্ত্রবাহিনীর উধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷