দৈনিকবার্তা-গৌরনদী, ২৫ জুন: দীর্ঘদিন চাকুরীর পিছনে হন্য হয়ে ঘুড়ে বেড়িয়েছেন বেকার যুবক আবু বক্কর হাওলাদার৷ সবখানেই তিনি হয়েছেন ব্যর্থ৷ অবশেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উত্সাহে গত বছর আম বাগান করে মাত্র একবছরের ব্যবধানেই তিনি আলোর মুখ দেখতে শুরু করেছেন৷ ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামের৷
সরেজমিনে আবু বক্কর হাওলাদারের আম বাগানে গিয়ে দেখা গেছে, এখনও বাগানের গাছে গাছে থোকায় থোকায় আম ঝুঁলছে৷ কৃষক আবু বক্কর জানান, একসময় চাকরীর জন্য বিভিন্নস্থানে হন্য হয়ে ঘুড়ে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েছিলেন৷ একপর্যায়ে গত বছর জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর পরামর্শ ও উত্সাহে তিনি তার পৈত্রিক ৭০ শতক জমিতে আম বাগান করেন৷ প্রাথমিকভাবে বেড করে উন্নতজাতের ১৫০টি আম গাছ রোপন করা হয়৷ এজন্য তাকে উপজেলা কৃষি অফিস থেকেও যাবতীয় পরামর্শ প্রদান করা হয়েছে৷ আবু বক্কর আরও জানান, মাত্র এক বছরের ব্যবধানে চলতি বছর তার বাগানের ৫০টি আম গাছে আমের ফলন হয়েছে৷ ওইসব আম গাছ থেকে ইতোমধ্যে প্রায় ৪০ মন আম সংগ্রহ করে বিক্রি করা হয়েছে৷ ফরমালিনযুক্ত আম বর্তমান বাজার দখল করায় ক্রেতারা আবু বক্করের বাগান থেকেই সম্পূর্ণ ফরমালিনমুক্ত আম ক্রয় করে নিয়ে যাচ্ছেন৷ তিনি আরও জানান, তার বাগানে এখনও প্রায় ২০ মন আম গাছে রয়েছে৷ আম গাছের মাঝে কিছু দুরত্ব বজায় রেখে তিনি রোপন করেছেন মাল্টা গাছ৷ একবছরেই ওইসব মাল্টা গাছেও ফলন ধরেছে৷
বুধবার সকালে বাগান পরিদর্শন শেষে জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, শুধু চাকরী বা ব্যবসা করেই যে স্বাবলম্বী হতে হবে তা ঠিক নয়; যার জলন্ত প্রমান সফলচাষী আবু বক্কর৷ ফরমালিনমুক্ত ফল উত্পাদনের জন্য মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে সফলচাষী আবু বক্করকে পুরস্কৃত করা হয়েছে৷