dakati120150519095614

দৈনিকবার্তা-গাজীপুর, ২৫ জুন: গাজীপুরের কাপাসিয়ায় এক রাতে তিন গ্রামের ১০ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা এসময় নগদ টাকা, মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের বাধা দিলে তাদের হামলায় নারীসহ ৮জন আহত হয়। গুরুতর আহত হালিমাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসি জানায়, কাপাসিয়া উপজেলার কেন্দুয়াব গ্রামের হাজী গিয়াস উদ্দিনের বাড়িতে বুধবার দিবাগত গভীর রাতে ২০/২৫ জনের মূখোশধারী একদল ডাকাত হানা দেয়। এসময় ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল ভিতরে ঢুকে এবং বাড়ির লোকজনকে অস্ত্রের মূখে জিম্মি করে নগদ ১ লাখ টাকা ও মোবাইল সেটসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ তার পুত্র সালাউদ্দিন ও অপর পুত্রবধূ প্রবাসী ইয়াকুব হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৪৫) মারাত্বক ভাবে আহত হয়। এঘটনার পর ডাকাতরা ওই রাতে একই গ্রামের মৃত আব্দুল হেকিমের তিন ছেলে আব্দুল কাদের (৫০), ওসমান আলী (৪৫) ও মকবুল হোসেনের (৪০) বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে টোক ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, উলুসারা গ্রামের রমজান আলীর ৩ পুত্র শাজাহান, চান মিয়া ও সুলতানের বাড়িতে হানা দেয় ডাকাতরা। এছাড়াও টোক নগর গ্রামের প্রবাসী আলফাজ উদ্দিন, প্রবাসী মোকলেছুর রহমান ও আজিজুলের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ জানান, সবগুলোই ডাকাতির ঘটনা নয়। তবে ভিক্টিমরা অভিযোগ দিলে মামলা নেয়া হবে।