1435220282

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ জুন: জনসমর্থনহীন সরকার নির্বাহী বিভাগের ওপর নির্ভরশীল তাই তাদের ক্ষমতা বাড়াতেই মোবাইল কোর্ট আইন-২০০৯ সংশোধন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন৷বৃহস্পতিবার দুপুরে বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন৷খন্দকার মাহবুব বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা বাড়ানো হলে সাধারণ মানুষ হয়রানির শিকার হবে৷ এতে বিচার বিভাগ থেকে নির্বাহী পৃথকীকরণের উদ্দেশ্যে ব্যহত হবে বলে জানান তিনি৷

মোবাইল কোর্টের আওতায় যদি সাজার পরিমাণ বৃদ্ধির একান্তই প্রয়োজন হয় তাহলে ওই দায়িত্ব সুপ্রিম কোর্টের আওতাধীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপর ন্যাস্ত করার যেতে পারে বলেও জানান এ আইনজীবী৷ বার কাউন্সিলের ভাইস- চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অভিযুক্তদের অনুপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতকে সাজা দেয়ার যে ক্ষমতা দেয়া হচ্ছে তা ন্যায়বিচারের পরিপন্থি৷ এতে রাজনৈতিক প্রভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের আওতায় নিরীহ জনগণ হয়রানির শিকার হবে৷খন্দকার মাহবুব বলেন, মোবাইল কোর্টের আওতায় যদি সাজার পরিমাণ বৃদ্ধ করা একান্ত প্রয়োজন হয় তাহলে ঐ দায়িত্ব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেরে উপর ন্যস্ত করা যেতে পারে৷এসময় মন্ত্রিসভায় ভ্রাম্যমাণ আদালত সংক্রান্ত প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন তিনি৷