দৈনিকবার্তা-বগুড়া, ২৪ জুন : বুধবার সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ঈদগাহ মাঠের পাশ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে গোকুল ঈদগাহ মাঠের পাশে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেকে হাসপাতালে প্রেরণ করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঐ ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।