439

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুন: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক)এখন দুর্নীতি রক্ষা কমিশনে পরিণত হয়েছে।বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আসাদুজ্জামান রিপন বলেন, দুদকে সরকারদলীয় নেতাদের মামলা প্রত্যাহার করা হলেও অন্য দলগুলোর নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হয় না। সরকার দলীয় নেতাদের মামলা প্রত্যাহার করা হলে বিরোধী অন্য দলের নেতাদের মামলাও প্রত্যাহার করতে হবে। এক যাত্রায় দুই ফল তৈরি করা যাবে না।দুদক আইন অনুযায়ী নয় একচোখা নীতিতে চলছে জানিয়ে বিএনপির এ মুখপাত্র বলেন, দুদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। অপর দিকে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন সেটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক।

আসাদুজ্জামান রিপন বলেন, দুদকে সরকারদলীয় নেতাদের মামলা প্রত্যাহার করলে বিরোধী দলের নেতাকর্মীদের মামলাও প্রত্যাহার করতে হবে। এক যাত্রায় দুই ফল তৈরি করা যাবে না।দুদক আইন অনুযায়ী নয় একচোখা নীতিতে চলছে জানিয়ে তিনি বলেন, দুদক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। অপর দিকে ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়ার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে তখন সেটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জাজনক।দুদক দুর্নীতি দমন কমিশন- দুদক নয়, দুর্নীতি রক্ষা কমিশন দুরক-এ পরিণত হয়েছে-এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে দুদক ক্লিন সার্টিফিকেট দিলেও মন্ত্রিসভায় তার স্থান হয়নি। এ সংবাদ সম্মেলনের পরে হয়তো তাকে মন্ত্রিসভায় স্থান দেয়া হতে পারে।সংবাদ সম্মেলনে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।