দৈনিকবার্তা-বগুড়া, ২৪ জুন : গত দুইদিনের টানা ভারী ও মাঝারি বর্ষণে চরম দুর্ভোগে পড়েছেন বগুড়াবাসী। শহর ও আশপাশের অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে অধিকাংশ সড়ক পানিতে নিমজ্জিত হয়ে পড়ায় যানবাহন চলাচল কমে গেছে। ফলে পরিবহন সংকটে দুর্ভোগে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। ভারী বষর্ণে সড়ক ছাপিয়ে পানি শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। অনেক এলাকার সড়ক এখনও পানিতে নিমজ্জিত। এতে অনেক স্থানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে মারাত্মক সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বাসাবাড়ির লোকজনের অবস্থাও একই।
সোমবার মাঝ রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি বুধবার সন্ধ্যায় পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল। বুধবার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের সাতমাথা, কবি নজরুল ইসলাম সড়ক, প্রেসপট্টি, চকযাদু সড়ক, টিনপট্টি, বড়গোলা, শাপলা মার্কেট, রাজাবাজার, খান্দার, মালগ্রাম, ঠনঠনিয়া, হাজিপাড়া, সেউজগাড়ি, পালপাড়া, পুরাণ বগুড়া, নিশিন্দারা, কারবালা, জহুরুল নগর, ফুলবাড়ী, ফুলতলা, কাটনারপাড়াসহ অসংখ্য নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বগুড়া আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড করা হয় মঙ্গলবার ভোর থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত। বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, ড্রেনের পাশে বহুতল ভবন নির্মাণ করার কারণে সেই নির্মাণ সামগ্র ড্রেনের ভেতর ঢুকে যাচ্ছে। আবার অবৈধভাবে ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় একইভাবে ড্রেনের মুখও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ড্রেনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে নিয়মিত ড্রেন পরিষ্কার করেও কোন লাভ হচ্ছে না।