দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এক বা একাধিক ন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা করা প্রয়োজন।তিনি বুধবার সকালে ইউজিসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ১৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।প্রফেসর আবদুল মান্নান একইসাথে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য নৈতিক শিক্ষা, প্রেষণা এবং যোগাযোগীয় দক্ষতার বিষয়টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন।
ইউজিসিচেয়ারম্যান বলেন,গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের দীর্ঘদিন যাবৎ বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে যাচ্ছে। যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, গুণগত মানসম্পন্ন ছাত্র তৈরির জন্য প্রশিক্ষিত শিক্ষকের কোন বিকল্প নেই।ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশে উচ্চশিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে। এখন উচ্চশিক্ষায় শিক্ষার গুণগতমান বজায় রাখা সময়ের দাবি। এ জন্য প্রয়োজন ছাত্র-শিক্ষকের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং একইসাথে ছাত্র এবং শিক্ষকের মাঝে দূরত্ব কমিয়ে আনা।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম বক্তব্য দেন। স্বাগত বক্তব দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোজাহার আলী উল্লেখ্য, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নবীন শিক্ষক তিন সপ্তাহব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আর্থিক সহায়তায় গ্র্যাজুয়েট টেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশিক্ষণ কোর্সটি তাদের নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করে।অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, বিভাগীয় প্রধান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।