image

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২৪ জুন: প্রথমবারের মত বিদেশে রফতানি শুরু হচ্ছে আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জ সুমিষ্ট আম। আজ বুধবার জেলার সোনার মোড় এলাকার থেকে লন্ডনের উদ্দেশ্যে প্রথমবারের মত পরিক্ষামুলক ভাবে ২টন আম পাঠানো হচ্ছে। চাষিরা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় খুচরা পন্য বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট এর মাধ্যমে এই আমগুলো পাঠানো হচ্ছে।আম উৎপাদনে বিশ্বে অষ্টম স্থানে থাকলেও এখন পর্যন্ত আম রফতানিতে কোন অবস্থান নেই বাংলাদেশের। তাই প্রথমবারের মত বিদেশে আম পাঠাতে পেরে উচ্ছাসিত এই জেলা আম ব্যবসায়ীরা। তাদের আশা এর ফলে আগামীতে নিয়মিত আম রফতানির পথ সুগম হবে।এদিকে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষক জানান ফ্রুট ব্যাগিং ব্যবহারের ফলে রফতানি যোগ্য আম উৎপাদন সম্ভব হয়েছে। এই পদ্ধতি ব্যবহার করলে আগামীতেও ব্যপক সাফল্য পাওয়া যাবে বলেও তিনি দাবী করেন।