Ahsania-11

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুন: রাজধানীর উত্তরায় ৫০০ বেডের বিশ্বমানের আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণ তহবিলে ট্রেড হাউজ ১০ লাখ টাকা প্রদান করলেন। বুধবার রাজধানীর ধানমন্ডিস্থ মিশন ভবনে ট্রেড হাউজের প্রধান নির্বাহী মাহফুজ হাসান ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের জনসংযোগ বিভাগের পরিচালক কাজী আলী রেজা, আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হসপিটালের উপ-পরিচালক ডঃ এস.এম. সামিমউল মওলা। এই দানের টাকা হাসপাতালের গরীব ক্যান্সার রোগীর চিকিৎসা বাবদ খরচ করা হবে।চেক প্রদানকালে প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার সুযোগ খুবই সীমিত। অধিকাংশ ক্যান্সার রোগীদের ক্যান্সার চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। এই হাসপাতালটি পুরোপুরি চালু হলে বাংলাদেশেই আধুনিক ক্যান্সার চিকিৎসার সুযোগ সুবিধা পাওয়া যাবে। তিনি সকল বিত্তবান মানুষ ও কর্পোরেট সেক্টরকে এই হাসপাতাল নির্মাণ কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান।চেক গ্রহণকালে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, কর্পোরেট সেক্টর যদি এগিয়ে আসে তাহলে হাসপাতালটি সম্পূর্ণভাবে চালু করা সম্ভব। হাসপাতাল নির্মাণ কাজ শেষ করার জন্য তিনি সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহবান জানান।