bikkhob-1-765x510

দৈনিকবার্তা-গাজীপুর, ২৪ জুন: গাজীপুরে কালীগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী ও মাদক স¤্রাট আলমগীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি বুধবার বিক্ষোভ ও সমাবেশ করেছে।স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের আব্দুল কাদিরের ছেলে মো. আলমগীর সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এ বাহিনীর সদস্যরা কাউলিতা, কুলথুন, মুসুন্দী, আজমতপুর, মরাশ ও শাইলদিয়াসহ আশেপাশের কয়েকগ্রামে চাঁদাবাজী, মাদক ব্যাবসা, ছিনতাইসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি বুধবার সকালে জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেছে। বিক্ষুব্ধ গ্রামবাসি আলমগীরকে গ্রেফতার ও তার বিচার দাবী জানিয়েছে।এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রকৃত পক্ষে আলমগীর খারাপ লোক। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।