AMU-1-1423124901

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জুন: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সনদ দেওয়ার সময় কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।বুধবার সকাল সাড়ে দশটায় শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের ক্যালিব্রেশনের আন্তর্জাতিক স্বীকৃত পাওয়ার ঘোষণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, ২০০৫ সালে ইউরোপীয় ইউনিয়নে চিংড়ি রফতানির সময় ভেতরে লোহা ভরে দেওয়া হয়েছিলো। তখন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের চিংড়ি নিষিদ্ধ করে দেওয়া হয়। আমাদের ইমেজ নষ্ট হয়। তারপর থেকে আমরা অ্যাক্রেডিটেশন বোর্ড তৈরি চিন্তা করি। তা যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সে লক্ষ্যে আমরা কাজ করেছি এবং তা অর্জন করেছি। তাই সনদ প্রদানের ক্ষেত্রে গুণগত মান ঠিক রাখতে কোনো ছাড় দেওয়া হবে না।বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বিএবি ২৩টি টেস্টিং, ২টি ক্যালিব্রেশন, ১টি মেডিকেল ল্যাবরেটরি ও একটি সার্টিফিকেশন বডিকে সনদ প্রদান করেছে। এতে দেশের রফতানিকারকরা উপকৃত হবেন। তাদের আর এখন মান পরীক্ষার জন্য দেশের বাইরে যেতে হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র মহাপরিচালক মোঃ আবু আবদুল্লাহ। তিনি বলেন, গত ১৭ জুন শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়া প্যাসিফিক ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশনের ৩৫তম অধিবেশনে বিএবিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়েছে।