Gournadi

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৩ জুন: জেলা প্রশাসক ও বিশিষ্ট কথা সাহিত্যিক মোঃ শহীদুল আলমকে মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহআলম খান, জেলা প্রশাসকের সহধর্মীনি ওয়াহিদা ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাহিলাড়া ডিগ্রি কলেজের প্রভাষক জিনাত জাহান খান। সভার শুরুতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান করা হয়। জানা গেছে, জেলা প্রশাসক মো. শহীদুল আলমকে স¯প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে পদোন্নতি করা হয়েছে।