দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুন: গ্রিসের অর্থনৈতিক অচলাবস্থার সুরাহা হতে চলেছে৷ ইউরোজোনের কর্তাব্যক্তিরা আশা করছেন, আগামি দিনকয়েকের ভেতর সমাধানে পৌঁছুনো হয়ত সম্ভব হতে পারে৷ দিন কয়েকের আশ্বাস দেয়ার পর আরও তাগাদা যোগালেন জার্মান চ্যান্সেলর৷ মের্কেল জানান, তিনি দ্রুত বিষয়টির নিষ্পত্তি চান, বহু কাজ পড়ে আছে এবং সময় বড়ই কম৷ এমন অবস্থানে দাঁড়িয়ে রোববার গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাসের নতুন প্রস্তাবনাকেও বিচেবনায় আনছে ইউরোজেন৷ সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোজোনের ঘোরালো বৈঠকে সিপ্রাসের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে বিশদ৷ ঐ প্রস্তাবনায় যেসব বিষয়ে নতুন করে ভাবার ইঙ্গিত পাওয়া গেছে সেগুলো হলো; ক. আভ্যন্তরীণ ব্যবসাক্ষেত্র এবং ব্যক্তিগত আয়ের ওপর নতুন করারোপ; খ. ক্ষেত্রবিশেষে মূল্য সংযোজন করারোপ; গ. দ্রুততর অবসরগ্রহণ ঠেকাতে উদ্যোগ গ্রহণ, এবং কর্মচারীদের বেতন থেকে অধিক অংকের অর্থ পেনসনের জন্যে পৃথক রাখা৷ ঘ. ভাতা বা পেনসন থেকে অধিক কোনো অর্থ কেটে না রাখা৷
ঘ অংশটি সিরিজা পার্টির নির্বাচনী ইস্যুতেও ছিল রীতিমতো৷ মূলত এ চারটি বিষয়ই ঘুরে ফিরে আসছ, কতটুকু বাস্তবায়িত হওয়া সম্ভব এ আলোচনায়৷ এ আলোচনার গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে ঢুকে পড়েছে চলতি মাসের মধ্যেই গ্রিস আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ শোধ করতে পারবে কি পারবে না৷এখনও পর্যন্ত এ কথা জারি আছে; গ্রিস যদি তা পরিশোধে ব্যর্থ হয় তো তাকে ইউরো মুদ্রা ব্যবস্থায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে৷ ইউরোপীয় ইউনিয়ন থেকেও বাদ দেয়া হতে পারে৷