fbcci

দৈনিকবার্তা-ফেনী,২৩ জুন: ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রির ২০১৫-১৭ সাল মেয়াদের নির্বাচনে বর্তমান সভাপতি আইনুল কবীর শামীম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন৷ গত সোমবার ফেনী চেম্বার অব কমার্সের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নব নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি ছাড়াও একজন জেষ্ঠ্য সহ-সভাপতি ও দুই জন জুনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয়৷ জেষ্ঠ সহ সভাপতি হচ্ছেন গোলাম মাওলা, জুনিয়র সহ সভাপতিগন হচ্ছেন- সাইফুর রহমান ও আবদুল আউয়াল সবুজ৷

ফেনী চেম্বার সূত্র জানায়, ফেনী চেম্বার অব কমার্সের তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকগণ হচ্ছেন-সাধারণ ক্যাটাগরিতে- আইনুল কবীর শামীম, সাইফুর রহমান, আবদুস সেলিম, মো. ফরিদ উদ্দিন আহম্মদ পাঠন, মো. রাশেদুল হক, মামুনুর রশীদ, নাসির উদ্দিন খান, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, আশরাফ উদ্দিন ভঁূঞা, মোশারফ হোসেন ভঁূঞা৷

সহযোগী ক্যাটাগরিতে- গোলাম মাওলা, আবদুল আউয়াল সবুজ, আবুল কাশেম, ইফতেখার উদ্দিন খাঁন, গোলাম ফারম্নক (বাচ্চু), খোন্দকার নজরুল ইসলাম, বজলুল করিম মজুমদার (হারুন), মজিবর রহমান সোহেল, একেএম রফিকুল হক, মো. জালাল উদ্দিন বাবলু, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মো. কামরুজ্জমার আরিফ ও ফারুক আহমেদ এবং গ্রুপ ক্যাটাগরিতে মো. জাফর উদ্দিন৷