image_236835.4

দৈনিকবার্তা-ঢাকা,২৩ জুন: পাকিসত্মানের দৰিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে সোমবার তীব্র তাপদাহে আরো ৩০৯ জন মারা গেছে৷ এনিয়ে শনিবার সন্ধ্যা থেকে প্রদেশটিতে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৪শ’ ৪৫ জনে দাঁড়ালো৷ প্রাদেশিক সরকারের এক সিনিয়র কর্মকর্তা একথা জানান৷৩০৯ জনের মধ্যে ৩০১ জন করাচিতে, প্রদেশের অন্যান্য স্থানে আটজন মারা যায়৷ এর মধ্যে বাদিনে পাঁচজন, নওয়াবশাহ, দাদু ও সুক্কুরে একজন করে মারা যায়৷রোববার করাচিতে তাপদাহে ১৩২ জন প্রাণ হারায় এবং লারকানা ও জ্যাকোবাবাদ জেলায় দু’জন করে মারা যায়৷এদিকে করাচিতে ৪৩ ডিগ্রী তাপমাত্রা অব্যাহত থাকায় তাপদাহে অসুস্থ হয়ে পড়া লোকজন নগরীর প্রায় সকল প্রধান হাসপাতালে ভর্তি হয়েছে৷

সরকার সবচেয়ে বেশী আক্রানত্ম করাচি নগরীর ভয়াবহ তাপদাহ মোকাবেলায় সাহায্য করতে সামরিক বাহিনীর প্রতি আহবান জানিয়েছে৷তবে করাচিতে সপ্তাহানত্মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রী সেলসিয়াস৷ এর আগে ১৯৭৯ সালে এ নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পেঁৗছেছিলো৷এদিকে সরকার সবচেয়ে বেশী আক্রানত্ম করাচি নগরীর ভয়াবহ তাপদাহ মোকাবেলায় সাহায্য করতে সামরিক বাহিনীর প্রতি আহবান জানিয়েছে৷জিন্নাহ পোস্টগ্রাজুয়েড মেডিকেল সেন্টার সোমবার আরো ১০১ জনের মৃতু্যর খবর নিশ্চিত করেছে৷ ফলে গত ২৪ ঘন্টার বেশী সময়ে এনিয়ে এ হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬ জনে দাঁড়ালো৷চিকিত্‍সকরা জানান, এদের অধিকাংশ তীব্র তাপদাহে আক্রানত্ম হয়ে মারা যায়৷

পাকিসত্মানে গত শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরম্ন হয়েছে৷ ইসলামের রীতি অনুযায়ী এ মাসে দিনের বেলায় মুসলমানদের সব ধরণের পানাহার থেকে বিরত থাকতে হয়৷ আর পাকিসত্মানে বছরের এ সময়টাতেই সাধারণত সবচেয়ে বেশী গরম পড়ে থাকে৷জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার (এনডিএমএ) মুখপাত্র আহমেদ কামাল এএফপিকে বলেন, সরকার তীব্র তাপদাহের কারণে দেয়া ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছে৷

পাকিসত্মানের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামি কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে৷ তবুও ডাক্তাররা লোকজনকে অকারণে বাইরে না যেতে ও পাতলা সুতির কাপড় পরার পরামর্শ দিয়েছেন৷করাচি নগরীতে প্রায় ২ কোটি লোকের বাস৷ তীব্র গরমের মধ্যে বার বার বিদু্যত্‍ চলে যাওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়৷ বিদু্যতের অভাবে পানি সরবরাহও বিঘি্নত হয়৷প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রমজান মাসের এ সময়ে বিদু্যত্‍ চলে যাওয়াকে কোনভাবেই তিনি বরদাশত করবেন না বলে বিদু্যত্‍ বিতরণ কোম্পানীসমূহকে সতর্ক করেছেন৷এদিকে তীব্র গরমের কারণে করাচি বিশ্ববিদ্যালয় তাদের সকল পরীৰা অনত্মত এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে৷উল্লেখ্য, এরআগে প্রতিবেশী দেশ ভারতে তাপদাহে আক্রানত্ম হয়ে দুই হাজারের বেশী লোক প্রাণ হারায়৷ ভারতের ইতিহাসে তীব্র তাপদাহে এটি ছিল দ্বিতীয় বৃহত্তম প্রাণহানির ঘটনা৷