দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৩ জুন: ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কাউন্সিলকে সামনে রেখে, জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চলতা ফিরে এসেছে। দলের কার্যক্রমে সক্রিয়তা আনতে ও কমিটির গুরুত্বপূর্ণ পদে স্থান পেতে নেতাকর্মীদের দৌড়ঝাপ চোখে পড়ার মত। গত ১৮ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির র্নিদেশে দপ্তর সম্পাদক শেখ রাসেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের কমিটি, উপজেলা কমিটি ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি/সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়। ফলে ওই পদে যেতে আগ্রহী ও তাদের সর্মথকরা বেশ জোরালো ভাবেই সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন। তারা রাতের ঘুমকে হারাম করে বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠান চষে বেড়াচ্ছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী সানোয়ার পারভেজ বলেন, দীর্ঘ দিন ধরে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে অচলাবস্থা চলছে। নতুন করে কমিটি গঠনের কার্যক্রম শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আশা করি যোগ্যরাই গুরুত্বপূর্ণ পদে স্থান পাবে। জেলা ছাত্রলীগের সূত্রে জানা গেছে, আগামী কিছুদিনের মধ্যেই ঠাকুরগাঁও জেলা ও যে যে অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত হয়েছে সে সকল কমিটি দ্রুত পূনঃ গঠন করা হবে।