1971

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুন: অদ্য ২৩/০৬/২০১৫ রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় গুলিস্তান শপিং ভবনের সপ্তম তলায় অস্থায়ী কার্যালয়ে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম আজাদ বীর প্রতীকের সভাপতিত্বে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার আলোচনায় অংশগ্রহন করেন আলহাজ্জ মোহাম্মদ শাহজাহান কবির বীর প্রতীক, সৈয়দ রফিকুল ইসলাম বীর প্রতীক, মোঃ নুরুদ্দিন আহম্মেদ বীর প্রতীক, সৈয়দ রেজওয়ান আলী বীর প্রতীক, মোহাম্মদ রফিকুল ইসলাম বীর প্রতীক, আনোয়ার হোসেন বীর প্রতীক, আলহাজ্জ মোঃ বদিউর আলম বীর উত্তম, মোঃ মোজাম্মেল হক বীর প্রতীক, মোঃ মতিউর রহমান বীর প্রতীক প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ বলেন ২০১৩ সালে শেখ হাসিনা সরকার সর্বপ্রথম বীর শ্রেষ্ঠ ১২ হাজার, বীর উত্তম ১০ হাজার, বীর বিক্রম ৮ হাজার ও বীর প্রতীককে ৬ হাজার টাকা মাসিক সম্মানি ভাতা প্রদান করার কথা চালু করেন। ঐ সময়ে ২০১৩ সালে সাধারন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হত ২ হাজার টাকা। উল্লেখ্য যে সাধারন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা কয়েক দফা বৃদ্ধি করে আগামী জুলাই থেকে ১০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে যা যুক্তিযুক্ত। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও কয়েকবার সম্মানী ভাতা বৃদ্ধি করে বর্তমানে সর্বোচ্চ ৩০ হাজার টাকা করা হয়েছে। কাজেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে যথাযথভাবে সম্মান প্রদর্শনের জন্য যুদ্ধাহত ও সাধারন মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার আনুপাতিক হারে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরও মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করার জন্য জোর দাবী জানাচ্ছি।