ToukirINNER_306613968

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ জুন: ভারতের উড়িষ্যায় ২৩তম আন্তর্জাতিক ইন্ডিয়ান থিয়েটার অলিম্পিয়াডের উদ্বোধনী নাটক হিসেবে নির্বাচিত হলো থিয়েটার ফোকসের যমুনা৷ এর চারটি চরিত্রে অভিনয় করতে সেখানে যাবেন তৌকীর আহমেদ৷ উড়িষ্যার কাটাক শহরের কলা বিকাশ কেন্দ্র মিলনায়তনে আগামী ১ জুলাই সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে এটি৷ এখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রীও থাকবেন৷

নাটকটির নির্দেশক ও আলোক পারিকল্পনাকারী মোহাম্মদ আলী হায়দার জানান, এর আগে নাটকটিতে রঞ্জন ও শাহাবুদ্দিন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর৷ উড়িষ্যায় সাইফল আর সাগরের ভূমিকায়ও দেখা যাবে তাকে৷থিয়েটার ফোকস হলো অঙ্ফোর্ড শহরের নাট্যদল৷ তাদের দ্বিতীয় প্রযোজনা ‘যমুনা’ ২০১২ সাল থেকে অঙ্ফোর্ড, বার্মিংহাম, লন্ডন ও ঢাকার দর্শকমহলে প্রশংসিত হয়৷ ইংরেজি ভাষার নাটকটি লিখেছেন সেলিনা শেলী, ইংরেজি অনুবাদ করেছেন রূপকথা প্রিয়দর্শিনী, চুপকথা প্রিয়ভাষিণী ও জেসি রোদসী৷

গল্পটা ভাস্কর ও মুক্তিযোদ্বা নারী যমুনাকে ঘিরে৷ প্রথম প্রদর্শনীর আগে ভীষণ দ্বিধাদ্বন্দ্বে থাকে সে৷ অতীতের শেকল ভেঙে মুক্ত হাওয়ায় উড়বে নাকি পরিবার-স্বজনের কথা ভেবে চুপ থাকবে, এ নিয়ে তার দ্বিধা৷ কিন্তু চুপ থাকলে যে প্রতিশ্রুতি ভঙ্গের দায় এড়ানো যাবে না৷ কি করবে যমুনা? তার ব্যক্তিগত লড়াই ও বেঁচে থাকার গল্প নিয়ে সাজানো হয়েছে ‘যমুনা’৷নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সেলিনা শেলী, সামিনা লুত্‍ফা নিত্রা, অর্ণিলা গুহ নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও জান্নাত সোমা৷ আগামী ২৮ জুন ১৫ সদস্যের দলটি রওনা দেবে উড়িষ্যার উদ্দেশে৷ তারা ঢাকায় ফিরবেন ৪ জুলাই৷