দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৩ জুন: সংবাদদাতা ঃ আওয়ামীলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা আ’লীগের উদ্যোগে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও বর্নাঢ়্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়রের নেতৃত্বে বর্নাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী বাসস্ট্যান্ডস্থ ছাত্রলীগের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ। বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীরীগ নেতা কালীয়া দমন গুহ, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া ও সাধারন সম্পাদক কবির খান, আওয়ামীল নেতা আবু সাঈদ নান্টু, আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি শাহজাহান বেপারী, উপজেলা যুবলীগের নেতা মোঃ আল আমিন হাওলাদার, সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক স্বজল কাজী, ছাত্রলীগে নেতা সৈয়দ মাহাবুব আলম, নয়ন শরীফ, জুবায়েরুল ইসলাম সান্টু ভ’ইয়া, লুৎফর রহমান, রাতুল শরীফ,মিঠুন পাল, ইমরান হোসেন, সুমন মোল্লা, শ্রমিকলীগ নেতা সাহাবুল খান প্রমূখ।