দৈনিকবার্তা-রাজশাহী, ২২ জুন: প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রেসে একটি ‘সিঙ্গেল কালার অফসেট ডিমাই’ প্রন্টিং মেশিন সংযোজিত হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন মেশিনটির উদ্বোধন করেন। জার্মানিতে নির্মিত Heidelberg KORD-64 Gray Color-A-এ মেশিনটি ক্রয়ে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এ মেশিনটি চালু হওয়ার ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জার্নাল, ম্যাগাজিন, ক্যালেন্ডারসহ ফোর-কালারের প্রিন্টিং কাজ স্বল্প খরচে সম্পন্ন করা যাবে।
মেশিনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, ছাপাখানার প্রশাসন প্রফেসর ইসতিয়া হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন ও প্রেস ম্যানেজার সৈয়দ মাহবুব হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা।