স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জুন: পাঁচ দিনে কোনো সফলতা না থাকার মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আবারও বলেছেন, মিয়ানমারে আটক বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।নায়েক রাজ্জাকের পরিবারে উদ্বেগ এবং রাজনৈতিক মহলে সরকারের সমালোচনার মধ্যে তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তাকে ফিরিয়ে এনে পরিবারকে না দেওয়া পর্যন্ত উদ্বিগ্ন সরকার।পতাকা বৈঠকের পর মিয়ানমার তাকে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিকভাবে যোগাযোগ করছে। আশা করি, যে কোনো সময় তাকে ফিরিয়ে আনা যাবে।কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর গত ১৭ জুন বিজিবি সদস্য রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি। ওই ঘটনায় বিজিবির আরেক সদস্য সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হন।রাজ্জাককে ধরে নেওয়ার পরদিন ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। অপহৃত বিজিবি সদস্যকে দ্রুত ফেরত পাঠাতে বলা হয় তাকে।অন্যদিকে রাজ্জাককে ফেরাতে বিজিবির পক্ষ থেকে কয়েক দফা পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিজিপি তাতে সাড়া না দিয়ে বলেছে, তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পায়নি।

এরই মধ্যে বিজিপির ফেইসবুক পেইজে নায়েক রাজ্জাকের দুটো ছবি ডকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া হাতে দেখা যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে মিয়ানমারে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলেও গুঞ্জন রয়েছে।এর মধ্যেই রাজ্জাকের স্ত্রী আসমা বেগম রোববার সকালে এক পুত্র সন্তানের জন্ম দিলে বিষয়টি বাংলাদেশে সংবাদ শিরোনামে উঠে আসে।রাজ্জাককে ফেরত আনতে সরকারের কূটনৈতিক তৎপরতা যথেষ্ট নয় বলে সমালোচনা করছে বিএনপি। এদিকে, মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে বাংলাদেশের বিজিবি’র নায়েক রাজ্জাক আটকের ঘটনায় উদ্বিগ্ন সরকার। তবে খুব দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরতের আশ্বাস দিয়েছে দেশটি।সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য দেন।এর আগে বুধবার (১৭ জুন) মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ট্রলার নিয়ে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে একদল অস্ত্রধারী বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে বিপ্লব নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। এছাড়া এ ঘটনায় আবদুর রাজ্জাক নামে আরেক বিজিবি সদস্য নিখোঁজ হন। পরে খোঁজ পাওয়া যায় তিনি মায়ানমারের বর্ডার গার্ড পুলিশের হাতে আটক আছেন।আটকের প্রায় পাঁচ দিন পরও মায়ানমার বিজিবির নায়েক রাজ্জাককে ফেরত না দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, বিজিবি’র ৫২ ব্যাটালিয়ন কমান্ডের সঙ্গে বিজিপি’র ২ নম্বর ব্যাটালিয়ন কমান্ডার জিহানের সঙ্গে সোমবার কথা হয়েছে পতাকা বৈঠকের জন্য। তবে সময় নির্ধারণ হয়নি। আমারা আশা করছি দ্রুতই পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী মায়ানমার এ আচরণ করতে পারে কি-না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সেখানে আইনের শাসন নেই। সামরিক শাসন চলছে। আমরা তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। কোনো রকম গুলি বিনিময় ছাড়াই সব সমস্যার সমাধান হবে কূটনৈতিক তৎপরতায়। শিগগিরই কূটনৈতিক তৎপরতায় বিষয়টি শেষ হবে।প্রতিমন্ত্রী বলেন, তাদের সঙ্গে আমাদের রাষ্ট্রদূতের কথা হয়েছে। সুসম্পর্ক রেখেই সমাধান হবে। শিগগিরই পতাকা বৈঠক হবে। তবে কবে হবে তা নির্দিষ্ট হয়নি।প্রতিমন্ত্রী আরও জানান, অফিসিয়ালি আমাদের তারা এ বিষয়ে কিছু জানায়নি। তাদের জিম্মায় রাজ্জাক রয়েছে শুধু তা জানিয়েছে।রাজ্জাকের পরিবার তাকে ফেরত না পাওয়ায় উদ্বিগ্ন এ অবস্থায় কতটা তাড়াতাড়ি ফিরিয়ে আনা যাবে- এমন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরাও উদ্বিগ্ন। আমরা চাই তাৎক্ষণিক তাকে ফিরিয়ে আনতে। তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দিতে। কিন্তু সেখানে আর্মি রুল চলছে।তাকে গুলি করে মেরে ফেলা হতে পারে এ বিষয়ে প্রতিমন্ত্রী কামাল বলেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যে তাকে গুলি করে মেরে ফেলবে।অন্যদিকে, মায়ানমার বর্ডার গার্ড পুলিশ’র (বিজিপি) হাতে অপহৃত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাক মুক্তি পেতে যাচ্ছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।এর আগে রোববার (২১ জুন) মায়ানমার বর্ডার গার্ড পুলিশ’র (বিজিপি) হাতে রাজ্জাক বাংলাদেশ-মায়ানমার সীমান্তে অপহৃত হন।নাম প্রকশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, খুব দ্রুত রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ঢাকায় নিযুক্ত মায়ানমারের রাষ্ট্রদূত মায়ো মিন্টোর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে। মায়ানমার এ বিষয়টি আর বাড়াতে চায় না বলে জানিয়েছে।তিনি আরও জানান, দু’দেশের সীমান্ত এলাকা মংডুতে রাজ্জাককে হস্তান্তর করা হবে। এটি এখন শুধু সময়ের ব্যাপার। কিছু আনুষ্ঠানিকতা শেষ করে বিজিপি রাজ্জাককে ফেরত দেবে বিজিবির হাতে।