thakurgaon-d_25336

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২২ জুন: ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটিতে পথ্য খাতে ৯ মাস ধরে প্রকল্পের বরাদ্দ না থাকায় পথ্য সরবরাহ বন্ধের দাড় প্রান্তে দ্বাড়িয়েছে। পথ্য সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানটির প্রায় ৫ লাখ টাকা বিল বকেয়া পড়েছে। অফিস সূত্রে জানাযায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের নং-স্বাপকম/হাস-২/শয্যা-১/২০০২(অংশ-২)/৫৪ তারিখ ১৭/১/১১ সালে প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩১ থেকে ৫০ শয্যার কার্যক্রম চালু হয়। হঠাৎ করেই ২০১৪-১৫ অর্থবছরে ২ দফায় উন্নয়ন খাতে মাত্র ২ লাখ টাকা অর্থবরাদ্দ পাওয়া গেলে জুলাই/১৪ থেকে সেপ্টেম্বর/১৪ পর্যন্ত ৩ মাসের পথ্য সরবরাহের বিল পরিশোধ করা হয়।

পরবর্তীতে আর কোন অর্থবরাদ্দ না পাওয়ায় অক্টোবর/১৪ থেকে জুন/১৫ পর্যন্ত ৯ মাসে অতিরিক্ত ১৯ শয্যার রোগীদের পথ্য সরবরাহ বাবদ প্রায় ৫ লাখ টাকা বিল বকেয়া পড়ায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি আর পথ্য সরবরাহ করতে পারবেন না বলে হাসপাতাল কতৃপক্ষকে জানিয়েছেন । এসবের প্রেক্ষিতে ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বাক্ষরিত পত্রে ৩১ শয্যার অতিরিক্ত ১৯ শয্যার রোগীর পথ্যের বকেয়া বিল পরিশোদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সহ আগামী ২০১৫-১৬ অর্থবছরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কত শয্যা হাসপাতাল হিসাবে দরপত্র আহব্বান করবেন দিক নির্দেশনা চেয়ে সিভিল সার্জেন ঠাকুরগাওকে চিঠি দিয়েছেন।

এ এব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আব্দুল মজিদ জানায়, উর্দ্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করেও বরাদ্দ পাওয়া যাচ্ছেনা অবশেষে স্থানীয় সাংসদ ১৭ মে স্বাস্থ্য সচিব বরাবরে ডিও লেটার দিয়েছেন। তাই বরাদ্দ না পাওয়ায় তিনিও চিন্তিত। পথ্য সরবরাহকারী আব্দুল আজিজ বলেন, প্রায় ১বছরের বিল বকেয়া, জুন মাস প্রায় শেষ, এ মাসে বরাদ্দ না পেলে কবে পাওয়া যাবে এ প্রশ্ন তার । বিভাগীয় হস্তক্ষেপ জরুরী।