kurigram_60629

দৈনিকবার্তা-কুড়িগ্রাম, ২২ জুন: কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৮। রবিবার সন্ধায় গাবেরতল এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থানাহাট গবেরতল এলাকায় প্রায় ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে দেলাবর ও রফিয়েল হক গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনারদিন রফিয়েল গং উক্ত জমি দখল করতে গেলে দেলাবর গং বাধাঁ প্রদান করায় দু গুপের লোক লাটিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জরিয়ে পড়ে। এতে উভয় পক্ষের দেলাবর(৫০), দুলালী(৩০), ছালেহা(৩৫), শিফুন(২৭), রফিয়েল(৫০), মজির(৫৪) আলি(৩০), মাজু(২২), সাইফুল (৪০)সহ প্রায় ১৮ জন আহত হয়।

আহতরা চিলমারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উল্লোখ্য যে বিরোধের বিষয়টি নিয়ে ইতি পূর্বে উভয় পক্ষ থানায় অভিযোগ করলে তা কমিনিটি পুলিশ ও স্থানীয় ভাবে মিমাংসা করতে ব্যার্থ হয়েছেন বলে জানান এলাকাবাসী। এরিপোট লেখা পর্যন্ত চিলমারী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল। এব্যাপারে চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ইতি পূর্বে উভয় পক্ষ থানায় অভিযোগ করেছিলেন। তবে সংঘর্ষের কথা শুনেছি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যাবস্থা নেয়া হবে। অপর দিকে ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আবারো যেকোন মুহূত্বে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।