দৈনিকবার্তা-ফেনী, ২২ জুন: ইয়াবা বড়ি পাচারকারী হিসাবে র্যাবের হাতে আটক ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার এএসআই মাহফুজুর রহমান তিন দিনের জন্য ও তার গাড়ী চালক জাবেদ আলীকে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজেতে নেয়া হয়েছে। গত শনিবার রাতে ২৭ কোটি টাকা মূল্যের প্রায় সাত লাখ ইয়াবা বড়িসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় র্যাব সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ জানায়, গত রোববার রাত ১১টার দিকে র্যাব-৭ ফেনী ক্যাম্প থেকে তাদের দুইজনকে ফেনী থানা পুলিশে সোপর্দ করা হয়। র্যাবের ডিএডি মনির হোসেন বাদী হয়ে এএসআই মাহফুজুর রহমান ও তার গাড়ী চালক জাবেদ আলীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে ফেনী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোরশেদ জানান, মামলাটি ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান তদন্ত করবেন।তিনি জানান, সোমবার দুপুরে ফেনী থানা পুলিশ এএসআই মাহফুজুর রহমান ও তার গাড়ী চালক জাবেদ আলীকে ফেনীর বিচারিক হাকিমের আদালতে পাঠিয়ে উভয়কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়।
ফেনী আদালতের সিনিয়র বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকী দুপুরে এএসআই মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন ও তার গাড়ী চালক জাবেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। র্যাব সূত্র জানান, গত শনিবার রাতে র্যাব সদস্যরা এএসআই মাহফুজুর রহমানের ব্যবহৃত ‘এলিয়ন’ গাড়ীসহ তাদের আটক করেন। গাড়ী তল্লাশী করে ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি, মাদক বিক্রির ৭ লাখ টাকা, চারটি মুঠোফোন, বিভিন্ন ব্যাংকের ৮টি ক্রেডিট কার্ড এবং তার নোট বুকে ইয়াবা ব্যবসায় জড়িত ১৪ জনের নাম এবং তাদের সঙ্গে লেনদেনের ২৮ কোটি ৪৪ লাখ ১৩ হাজার টাকার তথ্য পাওয়া গেছে।