Smoke+rises+from+the+site+of+an+attack+near+the+Afghan+parliament+in+Kabul,+Afghanistan

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জুন: কাবুলে আফগানিস্তানের পার্লামেন্ট ভবনে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন, পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছয় হামলাকারী।সোমবার প্রেসিডেন্টের মনোনীত নতুন প্রতিরক্ষামন্ত্রীকে সংসদে পরিচয় করিয়ে দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ কারিমিকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়, জঙ্গিরা প্রথমে পার্লামেন্ট ভবনের ফটকের কাছে বিস্ফোরকবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটনায়। এরপর ছয় বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করে। পরে তারা পার্লামেন্টের কাছের একটি ভবনে অবস্থান নিয়ে গোলাগুলি চালিয়ে যায়।টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, পার্লামেন্ট এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পুলিশ সদস্যরা জঙ্গিদের দিকে গুলি ছুড়তে ছুড়তেই পার্লামেন্ট থেকে এমপিদের বের করে নেওয়ার চেষ্টা করছেন।বিবিসিতে প্রকাশিত এমপি নকিবুল্লাহ ফাইকের তোলা কয়েকটি ছবিতে দেখা যায় পার্লামেন্টের ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং সাংসদরা ফোন করে বাইরে যোগাযোগের চেষ্টা করছেন। আরেকটি ছবিতে এমপিদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।প্রায় দুই ঘণ্টা বন্দুকযুদ্ধের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ছয় বন্দুকধারী নিহত হয় বলে এবাদুল্লাহ কারিমি জানান।

hamla_144966

কাবুল হাসপাতালের কর্মকর্তা সাঈদ কবির আমিরী জানান, হামলার ঘটনায় আহত চার নারীসহ ১৯ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এমপিদের সবাই নিরাপদে রয়েছেন বলে কাবুলের পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমী জানিয়েছেন।হামলা শুরুর পরপরই এর দায় স্বীকার করে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, “আমরা পার্লামেন্টে একটি হামলা শুরু করেছি, সেখানে দেশের প্রতিরক্ষা মন্ত্রীর অভিষেক উপলক্ষে গুরুত্বপূর্ণ অধিবেশন ছিল।এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের দ্বিতীয় আরেকটি জেলার দখল নিয়েছে তালেবান জঙ্গিরা।রোববার প্রদেশের চারধারা জেলার দখল নেয়ার পর সোমবার তারা দাশ্ত-ই-আর্চি জেলা দখল করে নিয়েছে।প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহরে পালিয়ে আসা জেলা গভর্নর নাসিরুদ্দিন সাঈদি বলেন, কয়েকদিন ধরে এলাকাটি ঘিরে রাখার পর আজ সকালে তালেবানরা দখল নিয়েছে।তাদের মধ্যে ভারী মেশিনগানধারী অনেক বিদেশি যোদ্ধা দেখা গেছে। আমরা আরও সৈন্য চেয়েছিলাম, কিন্তু কেউ আসেনি।