Photo-of-Press-ed

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জুন: আগামী শনিবার মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে ৬১টি জেলা দল শিরোপা লড়াইয়ে নামবে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সোমবার এই আসরের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।এছাড়া ৬১ দলের হাতে জার্সিও তুলে দেওয়া হয়।যশোর, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী,গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা-এই আটটি অঞ্চলে ভাগ হয়ে ৬১টি দল এবারের আসরে খেলবে।অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের এই আসরের পৃষ্ঠপোষকতা করছে ইপিলিয়ন গ্র“প।