Church members walk into Emanuel AME Church as it opens after a cleaning crew finished working there, in Charleston, S.C., Saturday, June 20, 2015.

দৈনিকবার্তা-ওয়াশিংটন, ২১ জুন ২০১৫: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার চার্লসটনে আফ্রিকান আমেরিকান গির্জায় হামলায় নয় জনের প্রাণহানির পর রোববার তা পুনরায় খুলে দেয়া হচ্ছে। ইমানুয়েল এএমই গির্জার সদস্যরা শনিবার যে কামরায় হামলায় তাদের বন্ধুরা প্রাণ হারিয়েছে সেখানে পুনরায় মিলিত হন। আশা করা হচ্ছে রোববারের প্রার্থনা সভায় অনেক বেশি লোক অংশ নেবে। শনিবারের বৈঠকে অংশ নেয়া হ্যারল্ড ওয়াশিংটন জানান, রোববার সকলের জন্যে গির্জার দরোজা খুলে দেয়া হবে। এদিকে পুলিশ বন্দুকধারীর সম্ভাব্য অনলাইন পোস্ট খতিয়ে দেখছে। ধারণা করা হচ্ছে এর থেকে হয়তো হামলার কারণ জানা যাবে। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় একজন শেতাঙ্গ তরুণ ইমানুয়েল গির্জায় প্রার্থনারত কষ্ণাঙ্গদের ওপর বন্দুক হামলা চালায়। এতে নয় জন প্রাণ হারায়।emanuel-church-trustees_