Bogra Pic-21

দৈনিকবার্তা-বগুড়া, ২১ জুন: বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহারের স্বাক্ষরিত একপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর অনুলিপি দেয়া হয়েছে, ঢাকা নির্বাচন কমিশনের সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, বগুড়া জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার বগুড়া, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরে। প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা নং-৮, তারিখ-৯ফেব্রুয়ারী/৭, মামলা নং-২৪, তারিখ- ৩০এপ্রিল/৭, মামলা নং-১৬, তারিখ- ২৯ জানুয়ারী/৮ ও মামলা নং- ৩২ তারিখ- ২৯অক্টোবর/১৩ এর চার্জসিট বিজ্ঞ আদালতে গৃহিত হয়েছে। যেহেতু, বিজ্ঞ আদালত কর্তৃক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চার্জসিট গৃহীত হওয়ায় তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। সেহেতু উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত এর ধারা ১৩ খ(১) অনুসারে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিল্টনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজেদা ইয়াসমীন এর সাথে কথা বললে, তিনি বিষয়টি নিশ্চিত করে বলেছেন এ সংক্রান্ত চিঠি আজকেই ডাক ফাইলে পাওয়া গেছে। গাবতলী থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, মোরশেদ মিল্টনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এর মধ্য আদালতে গৃহীত ৪টি অভিযোগপত্রের মধ্যে একটি হত্যা ও ৩টি রাজনৈতিক নাশকতা মামলা। এছাড়া থানা পুলিশ ষ্টেশন হামলা মামলা তদন্তধীন রয়েছে। যার মামলা নং ২, তারিখ ৫জানুয়ারী/১৪। উল্লেখ্য, বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন সকল মামলায় জামিনে থাকলেও বিএনপি কর্মী শাহজাহান আলী হত্যা মামলায় গত ৩০এপ্রিল আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে এর পর থেকে তিনি পলাতক রয়েছেন।