2015_06_21_08_10_52_4783_varsity_teachers_press_brief___pkg.avi_000005640

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জুন: শিক্ষকদের অবমূল্যায়ন ও বঞ্চিত করে জাতির উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা।বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাষ্ট্রীয় অনুষ্ঠান, তাদের বেতন কাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে যথাযথ সুযোগ সুবিধা দেয়া হয় না।

এতে শিক্ষার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারনের দাবি জানান তারা।নতুন বেতন কাঠামোসহ সুনির্দিষ্ট কিছু দাবি তুলে ধরেন ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এম মাকসুদ কামাল। দাবি আদায়ের জন্য নতুন কর্মসূচী ঘোষণা করেন তিনি।বিশ্বের অন্যান্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্ধৃতি দিয়ে ঢাবির শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা ও মর্যাদা বৃদ্ধির মাধ্যমে দেশগুলোতে মনব সম্পদ উন্নয়নের সুদৃঢ় ভিত রচনা করা হয়েছে এবং তার সুফলও দেশগুলো ভোগ করছে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৫ সালের ১ জুলাই হতে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্তকরণের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। দাবি পূরন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত ৮ জাতীয় বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।