Fakhrul_islam1434184187-1728x800_c

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জুন: ডিএমপির পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার ৩ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সর্বশেষএ ৩ মামলায় জামিন পাওয়ায় মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ এ জামিন দেন।ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবদীন।এর আগে গত বৃহস্পতিবার নাশকতার আরেক তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে ওই দিন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

এই বিএনপি নেতার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, এ নিয়ে মির্জা ফখরুলের বিরুদ্ধে থাকা সাতটি মামলাতেই আদালত জামিন মঞ্জুর করেছে। এখন তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।তিনি জানান, এ তিন মামলায় কেন ফখরুলকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে। ঢাকার জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেছেন।আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন ব্যরিস্টার রফিকুল হক, এ জে মোহাম্মদ আলী, রাগিব রউফ চৌধুরী ও সগির হোসেন লিওন।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।ছয় মাস ধরে কারাবন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

দশম জাতীয় সংসদের বর্ষপূতির দিনে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পরদিন ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল। এরপর নাশকতার সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।এর মধ্যে গত ৪ জানুয়ারি বাসে আগুন দিয়ে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতির অভিযোগে পল্টন থানায় একটি মামলা করে পুলিশ। ৬ জানুয়ারি বাসে আগুন ও মটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় আরও দুটি মামলায় হয়।

এ তিন মামলায় হাকিম ও জজ আদালতে জামিন নামঞ্জুর হলে গত ১৪ জুন হাই কোর্টে আবেদন করেন ফখরুলের আইনজীবীরা। রোববার শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে। এর আগে পল্টন থানায় গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ৬ জানুয়ারি করা এক মামলায় গত ১৬ এপ্রিল হাই কোর্ট মির্জা ফখরুলকে ছয় মাসের অন্তর্তীকালীন জামিন দেয়।এছাড়া একই ধরনের অভিযোগে পল্টন থানার দুটি এবং মতিঝিল থানার একটি মামলায় গত ১৮ জুন হাই কোর্ট থেকে জামিন পান এই বিএনপি নেতা।কারাগারে অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে গত ১৩ জুন ফখরুলকে কাশিমপুর থেকে বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়।