mongla-signal

দৈনিকবার্তা-মংলা, ২১ জুন: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নি¤œচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষা উপকূল অতিক্রম করছে। নি¤œচাপটি রবিবার দুপুরে উড়িষার দিকে অগ্রসর হতে থাকে যা সন্ধ্যা নাগাদ পুরোপুরি অতিক্রম করবে। নি¤œচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় মংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।নি¤œচাপের কারণে রবিবার সকাল থেকে মংলাসহ আশপাশ উপকূলীয় এলাকার উপর দিয়ে থেমে থেমে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ। এদিকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে যাওয়া সকল নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।