দৈনিকবার্তা-নাটোর, ২১ জুন: নাটোরের বনপাড়া থেকে প্রায় সোয়া এক কোটি টাকা মুল্যের নকল গোল্ডলীফ সিগারেট উদ্ধার করেছে র্যাব -৫। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর সভার মহিষভাঙ্গা এলাকার পল্লী চিকিৎসক আব্দুর রহিম মৃধার বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার এএসপি জামাল আল নাসের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় পল্লী চিকিৎসক আব্দুর রহিম মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বাড়িতে নকল সিগারেট তৈরীর মেশিন ও মালামালসহ প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের নকল গোল্ডলীফ সিগারেট জব্দ করা হয়। এসময় বাড়ীর মালিক পল্লী চিকিৎসক আব্দুর রহিম ও কারখানা ম্যানেজার আব্দুস সালামকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ আব্দুর রহিমকে দুই লাখ টাকা জরিমানা এবং ম্যানেজার আব্দুস সালামকে তিন মাসের কারাদন্ডাদেশ দেন। এছাড়া আদালতের নির্দেশে উদ্ধারকৃত নকল সিগারেট ও সিগারেট তৈরীর মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।