jafore

দৈনিকবার্তা-ঢাকা, ২১ জুন: আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশের কারণে প্রত্যাহার(রিকল) করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালের করা জরিমানার টাকা না দেয়ায় গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান জানান, চেম্বার আদালতের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করা পরোয়ানা প্রত্যাহার করেছেন।এর আগে গত ১০ জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেন ট্রাইব্যুনাল। তাকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।

এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেয়ার নির্দেশ ছিল।ওই রায়ের ছয় দিন পর জাফরুল্লাহ চেম্বার আদালতে যান। তার আবেদনের শুনানি করে চেম্বার বিচারক ট্রাইব্যুনালের দেয়া অর্থদণ্ডের আদেশের কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে দেন। রোববার সকালে জাফরুল্লাহ ট্রাইব্যুনালে হাজির হয়ে চেম্বার বিচারপতির স্থগিতাদেশের কপি, আইনজীবী সনদ, অবহিতকরণপত্রসহ পরোয়ানা প্রত্যাহারের আবেদন রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন। ওই আবেদন পাওয়ার পরই ট্রাইব্যুনালের বিচারক তা প্রত্যাহারের আদেশ দেন।