PM Narendra Modi leads thousands in celebration - enewsthenewscompany

দৈনিকবার্তা-নয়াদিল্লী, ২১ জুন: প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলো ভারত। রোববার সকালে দিল্লীতে ৩৫ হাজারেরও বেশি লোক অংশ নেয় যোগ পালনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিলীøর রাজপথে উপস্থিত উৎসাহী মানুষের ঢল দেখে বললেন, এ যেন রাজপথ নয়, ‘যোগপথ’। স্কুলপড়–য়া থেকে শুরু করে বিভন্ন স্তরের ও পেশার মানুষ এ দিন যোগ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাদ যাননি নেতা-মন্ত্রী থেকে অভিনেতারাও। সারা বিশ্বে যোগের মাহাত্ম্য ছড়িয়ে দিতে যে প্রচেষ্টা নিয়েছিলেন নরেন্দ্র মোদি এ দিন দিলীøর রাজপথ থেকে পাড়ি দিয়েছে তা সারা বিশ্বে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দিন সকাল সকাল রাজপথে হাজির হন। ছোট্ট বক্তৃতার মাধ্যমে যোগ দিবসের অনুষ্ঠানের সূচনা করেন। তিনি বলেন, মানব মনকে প্রশিক্ষণের মাধ্যমে এক নতুন শান্তির যুগ এবং সম্ভাবনাকে ফিরিয়ে আনতে যোগ অত্যন্ত জরুরি। যোগকে তিনি মানুষের জন্যে কল্যাণকর কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন, যোগ কেবল শারীরিক ব্যায়াম নয় এটি শান্তি ও সম্প্রীতির নিয়ামক।

বিশ্বকে উদ্বেগমুক্ত করতে যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, মন, আত্মা ও শরীর এ তিনের সমন্বয় সাধনে সহায়ক হিসেবে কাজ করতে পারে যোগ। ভারতের এই উদ্যোগকে সম্মতি দেওয়ায় এবং দিনটি পালনে বিশ্বের ১৭৭টি দেশের সমর্থনকে মোদি অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রোচ্চারণের পর শুরু হয় যোগ। মঞ্চ থেকে নেমে এসে মোদিও মিশে যান আম জনতার মধ্যে। কখনও কখনও শিক্ষকের মতো এ দিক ও দিক ঘুরে দেখে নেন ঠিক হচ্ছে কি না! এক জন রাজনীতিক নয়, এ দিন তাঁকে এক জন বাধ্য যোগ ছাত্রের মতোই দেখাচ্ছিল।

গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের ধারণাটি তুলে ধরেন নরেন্দ্র মোদি। এরপরই আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা দেয় জাতিসংঘ। এ বছর ১৯১টি দেশের ২৫১টি শহরে দিবসটি পালিত হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিউইয়র্কের টাইমস স্কয়ারে জাতিসংঘ সদরদপ্তরে যোগ পালন অনুষ্ঠানে অংশ নেবেন। এদিকে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মোদি সরকারের সঙ্গে তিক্ত সম্পর্ক সত্ত্বেও রাজপথের যোগ অনুষ্ঠানে অংশ নেন। সাংবাদিকদের তিনি বলেন, যোগ খুব ভালো জিনিস। প্রত্যেকের যোগ চর্চা করা উচিত। রাজপথে যোগ অনুষ্ঠানে যোগ দেয়া সকলে মঞ্চে থাকা মোদিসহ অন্যদের কর্মকান্ড যেন সহজে দেখতে পায় সেজন্যে বিভিন্ন স্পটে মোট আটটি বড়ো ডিজিটাল স্ত্রীন বসানো হয়। এছাড়া নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আট হাজারেরও বেশি নিরাপত্তা সদস্য এ কাজে ব্যস্ত ছিল।